Wednesday, October 19, 2016

জেনে নেই সৌরজগৎ ও ভূমন্ডল নিয়ে কিছু গুরুত্বপুর্ন কথা.

১.    সূর্য এবং এর গ্রহ,উপগ্রহ,গ্রহানুপুঞ্জ,অসংখ্য ধুমকেতু ও অগনিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত হয়.

২.    সৌরজগতের সকল গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হল সুর্য.

৩.    আয়তনে সৌরজগৎ পৃথিবী থেকে কোটি কোটি গুন বড়.

৪.    সৌরজগতের প্রান কেন্দ্র হচ্ছে সুর্য.

৫.    সৌরজগতে ৮ টি গ্রহ, ৪৯ টি উপগ্রহ, হাজার হাজার গ্রহানুপুঞ্জ ও লক্ষ লক্ষ ধুমকেতু রয়েছে.

৬.    সুর্য পৃথিবী অপেক্ষা ১৩ লক্ষ গুন বড়.

৭.    পৃথিবী থেকে সুর্য প্রায় ১৫ কোটি কিলোমিটার দুরে অবস্থিত.

৮.    পৃথিবীর আয়তন ৫১০,১০০,৪২২ বর্গ কিলোমিটার.

৯.    সুর্যের খুব নিকটতম গ্রহ হচ্ছে বুধ ও দুরবর্তি গ্রহ হচ্ছে নেপচুন.

১০.  পৃথিবী সুর‍্যের চার দিকে প্রতিনিয়ত ঘুর্ছে.

১১.  সুর‍্য, শতকরা ৫৫ ভাগ হাইড্রোজেন, শতকরা ৪৪ ভাগ হিলিয়াম ও ১ ভাগ অন্যান্য গ্যাসে গঠিত.

১২.  সুর‍্যের উপরিভাগের তাপমাত্রা ৫৭,০০০ ডিগ্রি সেলসিয়াস.

১৩.  সুর‍্য ২৫ দিনে নিজ অক্ষের উপর একবার আবর্তন করে.

১৪.  পৃথিবী থেকে চাঁদের গড় দুরত্ব ৩,৮১,৫০০ কিলোমিটার.

১৫.  চন্দ্র ২৯ দিন ১২ ঘন্টায় পৃথিবীকে একবার পরিক্রমন করে.

১৬.  পৃথিবী একটি গোলকের ন্যায় . এর ব্যাসার্ধ আনুমানিক ৬,৪০০.

১৭. পৃথিবীর উপরিতল থেকে মাটির কেন্দ্র পর্যন্ত তিনটি স্তরে ভাগ করা যায় .এগুলো হল:ভূত্বক, গুরুমন্ডলও কেন্দ্রমন্ডল

১৮.  গুরুমন্ডলিয় স্তরটি প্রায় ২.৮৮৫ কিলোমিটার পুরু.

১৯.  কেন্দ্রমন্ডল লৌহ, নিকেল, পারদ,সীসা প্রভৃতি পদার্থ দিয়ে গঠিত.

২০.  কেন্দ্রমন্ডলে প্রধান দুটি উপাদান নিকেল(Ni)এবং লোহা(Fe) বেশি থাকায় এ স্তরটি Nife নামে পরিচিত.

আমরা এই বিষয় গুলো মনে রাখব। পরবর্তী পোস্টে আর কিছু নিয়ে আসছি। ভাল লাগলে কমেন্টে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন

                             আল্লাহ হাফেজ

বাংলা MCQ

বাংলা MCQ সবগুলো প্রশ্নের উত্তর একেবারে নিচে দেয়া হয়েছে।  ১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি? ক) পিনাক্লিয়েট ডাক্সন খ)  বুর্জ খলিফা  গ) সি...