কৃষি , ভূমি গ্রাম জনসংখ্যা ও স্বাস্থ্য উন্নয়ন
> ‘নারিকা-১’ : আফ্রিকা থেকে আমদানিকৃত খরসহিষ্ণু ধান।
> ‘বারি-৬’ ও ‘বারি-৭’ : আমের দুটি নতুন জাত।
> ‘বাংলামতী’ : ব্রি উদ্ভাবিত ধান।
> উচ্চ ফলনশীল ‘গ্রানুলা’ : গোল আলু।
> বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনষ্টিটিউট (BINA) উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু ধানের নাম : বিনা-৮ ও বিনা-৯।
> ২০১০ সালের মার্চে উন্নতমানের বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া যায় : পোড়াগ্রাম, নীলফামারী।
> বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সেচ প্রকল্প চালু আছে : ১১৪টি।
> ‘ইউজি-৯৯’ নামের ছত্রাকের আক্রমণে যে খাদ্যশস্যের চারায় লাল রঙের গভীর ক্ষতের সৃষ্টি হয় সেটি হল : গম।
> পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় : ২০১১ সালের মার্চে।
> বাংলাদেশের বর্তমানে প্রতি লাখে যক্ষ্মায় আক্রান্ত : ৭৯ জন লোক।
> বাংলাদেশে শহর ও নগরের সংখ্যা : ৫২২টি (সূত্র : ক্রোড়পত্র, বিশ্ব বসতি দিবস; ২০১০ সালের ৪ অক্টোবর)।
> বাংলাদেশের যে জেলায় আর্সেনিকের মাত্রা সর্বোচ্চ ৩.৫ মিলিগ্রাম/লিটার : চাঁদপুর। WHO-এর মতে, আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা ০.০১ মিলিগ্রাম/লিটার। বাংলাদেশে গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ মিলিগ্রাম/ লিটার।
> বাংলাদেশের যে জেলার চালে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে : ফরিদপুর জেলা ।