Tuesday, November 21, 2017

নামাজের ওয়াক্ত ও রাকাত

নামাজের ওয়াক্ত ও রাকাত

নামাযের ওয়াক্ত ও রাকাত:
প্রতিদিন একজন মুসলমানকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। প্রথম ওয়াক্ত হল "ফজর নামাজ" সুবহে সাদিক হতে সূর্যোদয় পর্যন্ত এর ব্যপ্তিকাল। এরপর "যোহর ওয়াক্ত" বেলা দ্বিপ্রহর হতে "আছর ওয়াক্ত"-এর আগ পর্যন্ত যার ব্যপ্তি। তৃতীয় ওয়াক্ত "আছর ওয়াক্ত" যা সূর্যাস্তের আগ পর্যন্ত পড়া যায়। চতুর্থ ওয়াক্ত হচ্ছে "মাগরীব" যা সূর্যাস্তের ঠিক পর পরই আরম্ভ হয় এবং এর ব্যপ্তিকাল প্রায় ৩০-৪৫ মিনিট। "মাগরীব ওয়াক্ত" এর প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট পর আরম্ভ হয় "এশা ওয়াক্ত" এবং এর ব্যপ্তি প্রায় "ফজর ওয়াক্ত"-এর আগ পর্যন্ত।
উপরোক্ত ৫ টি ফরজ নামায ছাড়াও এশা'র নামাজের পরে বিতর নামাজ আদায় করা ওয়াজিব। এছাড়াও আরো বেশ কয়েকটি সুন্নত নামাজ ও মুসলমানরা আদায় করে থাকে।
কোন ওয়াক্ত-এর নামাজ কয় রাকাত তা দেয়া হল :
নাম সময় ফরযের পূর্বে সুন্নত ফরয ফরযের পর সুন্নত
সুন্নী শিয়া সুন্নী শিয়া
ফযর (فجر)
ঊষা থেকে সূর্যোদয়
২ রাকাত১ ২ রাকাত ২ রাকাত - ২ রাকাত
যোহর (ظهر)
ঠিক দুপুর থেকে আসরের পূর্ব পর্যন্ত ৪ রাকাত১ ৪ রাকাত ৪ রাকাত২ ২ রাকাত১ -
আসর (عصر)
টিকা ৩ দেখুন ৪ রাকাত ৪ রাকাত ৪ রাকাত - -
মাগরিব (مغرب) সূর্যাস্তের পর থেকে গোধূলি পর্যন্ত
- ৩ রাকাত ৩ রাকাত ২ রাকাত১ ৩ রাকাত
ঈশা (عشاء)
গোধূলি থেকে ঊষা৪ ৪ রাকাত ৪ রাকাত ৪ রাকাত ২ রাকাত১, ৩ বিতর
২ রাকাত
১ সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ (সা.) প্রতিদিন এ নামাযটি পড়তেন।
২শুক্রবারে জুম্মা এটির পরিবর্তে আছে।
এশা নামাজ আদায় করার পর বেজোড় সংখ্যক রাকাত বিতর এর ওয়াজিব বা সুন্নাতে মুয়াক্কাদাহ (মতভেদ আছে) আদায় করতে হয়।

No comments:

Post a Comment

বাংলা MCQ

বাংলা MCQ সবগুলো প্রশ্নের উত্তর একেবারে নিচে দেয়া হয়েছে।  ১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি? ক) পিনাক্লিয়েট ডাক্সন খ)  বুর্জ খলিফা  গ) সি...