Thursday, June 8, 2017

অল্প কিছু দিনে ইংরেজি শিখুন। (Basic English Grammar part-1)

বন্ধুরা আজকে আপনাদেরকে অল্প কিছু দিনে ইংরজি শিখানোর জন্য অগ্রসর হলাম। আপনাদের চেষ্টায় আপনারা নিজের জিবনের সাফল্য ধরে রাখতে পারেন। সেটা যে কোনো কাজেই হোক না কেন। আর ইংরেজিতে কথা বলা সে তো বেশি কঠিন কাজ নয়। এর জন্য দরকার হচ্ছে মনোযোগ, বেশি বেশি  পড়া ও বেশি বেশি অনুশীলন করা। আর এ কাজ টা আপনাকেই করতে হবে। আপনার যতটুকু সম্ভব প্রতিনিয়ত মুখে বলার অভ্যাস করতে হবে। তাহলে এক সময় দেখবেন এটা আপনার সহজ হয়ে গেছে।সঠিক ভাবে ইংরেজি পড়তে ও লিখতে হলে আপনাকে গ্রামারের অংশ ভাল ভাবে জানতে হবে। আর আজকে আমি গ্রামার নিয়েই আপনাদের সাথে আলোচনা করব।


Welcome to basic English gramar( part-1)

                            Sentence

Definition: একাধিক Word বা শব্দ পাশাপাশি সুশৃংখল ভাবে বসে যখন কোনো মনের ভাব প্রকাশ করে তখন তাকে Sentence বলে।

Example: We practice English everyday. - এখানে We হচ্ছে Subject, Practice হচ্ছে verb, everyday হচ্ছে adverb. এই সব্দ গুলো পাশাপাশি বসে সুশৃংখল ভাবে মনের ভাব প্রকাশ করেছে তাই এটি Sentence। একটি Sentence এর মুলত দুটি অংশ Subject ও Predicate.

Subject: যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু লিখা বা বলা হয় তাকে Subject বলে।

Predicate: যা Subject বা বস্তু সম্পর্কে বলে ও করে তাকে Predicate বলে।

Example: এখানে We হচ্ছে Subject এবং practice English everyday হচ্ছে pradicate।                                              
                       Kinds Of Sentence

1. Assertive
2. Interrogative
3. Imperative
4. Optative
5. Exclamatory

                    Assertive Sentence
যে বাক্য দ্বারা  কোনো বর্ননা বা বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive Sentence বলে।
যেমন: Sohel is a good boy.
গঠন: Sub + Verb + Object + Preposition etc.

               
                   Interrogative Sentence
যে Sentence দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বা প্রশ্নবোধক বাক্য বলে।
যেমন: What is your name?
গঠন: Auxiliary verb + Subject + (Aux.V এর বাকি অংশ থাকলে) Principal Verb + বাকি অংশ।


                    Imperative Sentence
যে Sentence দ্বারা অাদ্বেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বুঝায় তাকে Imperative বাক্য বা অনুজ্ঞাসুচক বাক্য বলে।
যেমন: Always speak the truth.
গঠন: - Sub + verb + object.
        -- Verb(বাক্য) + Where(কোথায়)
     যেমন:   Come ------- here


                      Optative Sentence
যে Sentence দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বুঝায় তাকে Optative Sentence বা ইচ্ছাসুচক বাক্য বলে।
যেমন: May you be happy.


                 Exclamatory Sentence
যে Sentence দ্বারা মনের আকস্মিক ভাব বা আবেগ, আনন্দ, বিস্ময়, দুঃখ বা বিষাদ প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বা আবেগসুচক বাক্য বলে।
যেমন: Hurrah! we have won the game.

আজকের মত সমাপ্ত। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী পর্বে। আজকের পর্ব কেমন হল তা কমেন্টে জানাবেন ।  সবাই ভাল থাকবেন।

                               খোদা হাফেজ

No comments:

Post a Comment

বাংলা MCQ

বাংলা MCQ সবগুলো প্রশ্নের উত্তর একেবারে নিচে দেয়া হয়েছে।  ১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি? ক) পিনাক্লিয়েট ডাক্সন খ)  বুর্জ খলিফা  গ) সি...