Wednesday, June 14, 2017

Basic English Grammar (Part-3)

বেসিক ইংলিশ গ্রামারে আপনাকে স্বাগতম। আজকে আমরা গ্রামারের  (পার্ট ৩) শিখব। আজকে আলোচনা করবো Number নিয়ে।

                             Number

Definition: সাধারনত Number বলতে সংখাকে বুঝায়। Grammar এর ভাষায়, যা দ্বারা কোনো গননা বাচক Noun বা Pronoun এর একমাত্রিক বা বহুমাত্রিক অবস্থাকে বুঝানো হয় তাকে Number বা বচন বলে।
Number দুই প্রকার: 1.Singular Number     2.Plural Number.

Singular Number: যা দ্বারা কোনো গননা বাচক Noun বা Pronoun এর একক মাত্রাকে বুঝায় তাকে Singular Number বা এক বচন বলে।

Example: Book, Brother, Cow, Tree etc.


Plural Number: যা দ্বারা কোনো গননা বাচক Noun বা Pronoun এর বহুমাত্রিক অবস্থাকে বুঝায় তাকে Plural Number বা বহুবচন বলে।

Example: Books, Brothers, Cows, Trees et


Singular Number  কে  Plural Numbar এ পরিবর্তন করার নিয়ম:

Rule-1: 
সাধারনত Singula Noun এর শেষে s যোগ করে Plural করতে হয়। যেমন: Birds - Birds.

Rule-2: Singular Noun এর শেষে s, ss, sh, x এবং z থাকলে এবং শেষের ch এর উচ্চারন চ এর মত হলে ঐ সব Noun শেষে es যোগ করে Plural করতে হয়। যেমন: Class - Classes.

Rule-3: Singular Noun এর শেষ বর্ণ টি O হলে এবং তার পূর্বের বর্ণটি Consonant হলে ঐ Noun এর শেষে es যোগ করে Plural করতে হয়। যেমন : Mango - Mangoes.

ব্যতিক্রম : কিন্তু কিছু Noun এর শেষে O এবং O এর পূর্বে  Consonant থাকা সত্ত্বেও সেগুলোর শেষে S যোগ করে Plural করতে হয়। যেমন : Photo - Photos.

Rule-4: Singular Noun এর শেষে O এবং O এর  পূর্বে Vowel থাকলে শুধু S যোগ করে Plural করতে হয়। যেমন: Bamboo - Bamboos.

Rule-5: Singular Noun এর শেষের বর্ণ Y  এবং Y এর পূর্বে Consonant থাকলে Y এর পরিবর্তে ies যুক্ত করে Plural করতে হয়। যেমন: Baby - Babies.

Rule-6: f, ef, fe যুক্ত Singular Noun এর শেষে f, ef, fe উঠিয়ে ves বসিয়ে Plural করতে হয়। যেমন : Life - Lives.

Rule-7: কতগুলো Singular Noun এর মাঝের এক বা একাধিক Vowel বা Consonant পরিবর্তন করে Plural করতে হয়। যেমন: Foot - Feet.

Rule-8: Compound Noun গুলোর প্রধান Word টির শেষে S যোগ করে কিংবা মাঝের Vowel পরিবর্তন করে Plural করতে হয়। যেমন :(1) Passer-by ------ Passers-by.  (2) Brother-in-low-----Brothers-in-low.

Rule-9: কতগূলো Singular Noun এর  শেষে en, ren, ne যোগ করে Plural করতে হয়।

Rule-10: কয়েকটি Compoun Noun এর Double Plural হয়ে থাকে। যেমন: Man-servant-----Men-servants.


আজকে আর নয়। বাড়িতে ভাল ভাবে অনুশীলন করতে থাকুন। কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী পার্ট নিয়ে আবার আসছি।  সবাই ভাল থাকবেন।

                           আল্লাহ হাফেজ

No comments:

Post a Comment

বাংলা MCQ

বাংলা MCQ সবগুলো প্রশ্নের উত্তর একেবারে নিচে দেয়া হয়েছে।  ১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি? ক) পিনাক্লিয়েট ডাক্সন খ)  বুর্জ খলিফা  গ) সি...