Tuesday, June 13, 2017

Basic English Grammar (Part-2)

বেসিক ইংলিশ গ্রামার পার্ট ২ এ আপনাকে স্বাগতম।আজকে আমরা আলোচনা করবো Parts of Speech নিয়ে।
       
                         Parts of Speech

Definition: বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থ বোধক শব্দকে Parts of speech বলে
কাজেই, শুধু Water কোনো Parts of speech নয়। এটি একটি বিচ্ছিন্ন word মাত্র। কারন ইহা কোনো বাক্যের অংশ নয়। কিন্তু, I water the plants regularly এখানে water একটি Parts of speech. সুতরাং বলা যায় Sentence এ ব্যবহৃত শব্দ মাত্রই Parts of speech.
সকল Parts of speech এই Word, কিন্তু সকল Word - Parts of speech নয়।

                 Kinds of parts of speech

Parts of speech ৮  প্রকার। যেমন,
1. Noun
2. Pronoun
3. Adjective
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction
8. Interjection

1. Noun: কোনো কিছুর নাম কে Noun বলে।
যেমন: Sohel is a good boy. এখানে Sohel একটি নাম। তাই এটি Noun.

2. Pronoun: যে সকল Words - Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।
যেমন: He is a student. এখানে He - Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে তাই এটি Pronoun.
I, he, she, her, it, they ইত্যাদি হচ্ছে Pronoun.

3. Adjective: যে Word - শুধুমাত্র Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বৈশিষ্ঠ প্রকাশ করে তাকে Adjective বলে।
যেমন: Sohel is a good boy. এখানে Good দ্বারা Sohel এর গুন প্রকাশ করেছে তাই Good একটি Adjective.

4. Verb: যে word দ্বারা Noun বা pronoun এর কোনো কাজ করা বা সম্পন্ন হয়া বুঝায় তাকে Verb বলে।
কাজ করা না বুঝালে তা Verb হবে না।
যেমন: Sohel is playing football. এখানে Play(খেলা) দ্বারা কাজ করা বুঝানো হয়েছে তাই Play একটি Verb.

5. Adverb: যে Word - Verb, adjective বা অন্য adverb কে Modifi করে তাকে Adverb বলে।
যেমন: Bristy is a very good girl. এখানে Girl কে qualifi করেছে Good. কেমন girl? good girl. সুতরাং good adjective. আবার কেমন good?  very good. very শব্দটি good(adj) কে modifi করেছে। তাই very হল adverb. আবার Sohel walks very slowly. এ বাক্যে walk কে modifi করেছে slowly,  সুতরাং slowly - adverb. আবার slowly  কে modifi করেছে very - সুতরাং very শব্দটিও adverb.

6. Preposition: যে word - Noun বা pronoun এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে ঐ Noun বা Pronoun কে সম্পর্কিত বা অন্বিত করে তাকে Preposition বলে।
যেমন: The book is on the table. এখানে The table(Noun) টি বাক্য থেকে বিচ্ছিন্ন। ইহার  পূর্বে On বসলে উহা বাক্যের অংশ হয় বা বাক্যের সাথে সম্পর্কিত হয়। সুতরাং  The book is on the table. এ বাক্যে On একটি preposition. Preposition বাক্যে ব্যবহৃত Noun বা Pronoun এর পূর্বে বসে ঐ Noun বা Pronoun কে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্কিত করে।
Verb এর subject এবং object ছাড়া বাক্যে ব্যবহৃত অন্য যে কোনো Noun বা Pronoun এর  পূর্বে অবশ্যই Preposition বসাতে হবে।

7. Conjunction: যে word একাধিক word বা clause কে যুক্ত করে, তাকে Conjunction বলে।
যেমন: Sohel and Obaidul went to college. এখানে and  দ্বারা দুটি clause কে যুক্ত করেছে তাই and একটি Conjunction.

8. Interjection: যে word দ্বারা মনের আবেগ প্রকাশ করে তাকে Interjection  বলে। যেমন:
1. Alas! he is dead.
2. Hurrah! we have won the game.
Interjection আবেগ বা Emotion হচ্ছে Sudden change of mind. অর্থাৎ  Interjection মনের কোনো হঠাৎ পরিবর্তীত অবস্থা কে ব্যক্ত করে। এই পরিবর্তীত অবস্থা সুখের বা দুঃখের যেকোনো ধরনের হতে পারে।


আজকে আর পারবো না। আপনাদের সাথে আবার দেখা হবে (৩) পর্ব নিয়ে। আজকের পর্ব কেমন হল তা কমেন্টে জানাবেন। কোনো ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় চেষ্ঠা করবো নির্ভুল পোস্ট করার জন্য।  সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

                            আল্লাহ হাফেজ

No comments:

Post a Comment

বাংলা MCQ

বাংলা MCQ সবগুলো প্রশ্নের উত্তর একেবারে নিচে দেয়া হয়েছে।  ১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি? ক) পিনাক্লিয়েট ডাক্সন খ)  বুর্জ খলিফা  গ) সি...